Sunday, August 13, 2017

৯৩. সুরা আদ দোহা

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম

Previous | Surah Duha | next
 

وَالضُّحَى (١)
1. অদ্বদ্বুহা-
শপথ পূর্বাহ্নের,
وَاللَّيْلِ إِذَا سَجَى (٢)
2. অল্লাইলি ইযা- সাজ্বা-
শপথ রাত্রির যখন তা গভীর হয়,
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى (٣)
3. মা অদ্দা’আকা রব্বুকা অমা- ক্বলা-।
আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।
وَلَلآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الأولَى (٤)
4. অলাল আ-খিরাতু খাইরুল্লাকা মিনাল ঊলা-।
আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى (٥)
5. অলাসাওফা ইয়ূত্বীকা রব্বুকা ফাতারদ্বোয়া-
আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى (٦)
6. আলাম ইয়াজ্বিদকা ইয়াতীমান ফাআ-ওয়া-
তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
وَوَجَدَكَ ضَالا فَهَدَى (٧)
7. অওয়াজ্বাদাকা দ্বোয়া-- ল্লান ফাহাদা-।
তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
وَوَجَدَكَ عَائِلا فَأَغْنَى (٨)
8. অওয়াজ্বাদাকা ‘আ-য়িলান ফাআগনা-।
তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।
فَأَمَّا الْيَتِيمَ فَلا تَقْهَرْ (٩)
9. ফাআম্মাল ইয়াতীমা ফালা-তাক্ব হার।
সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;
وَأَمَّا السَّائِلَ فَلا تَنْهَرْ (١٠)
10. অআম্মাস সা--য়িলা ফালা তানহার।
সওয়ালকারীকে ধমক দেবেন না।
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ (١١)
11. অআম্মা-বিনি’মাতি রব্বিকা ফাহাদ্দিছ।
এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।



বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন।

26 comments:

  1. বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন। দ্যনবাত

    ReplyDelete
  2. আলহামদুলিল্লাহ।

    ReplyDelete
  3. ইয়া আল্লাহ আমাদের আপনি পরিত্যাগ করবেন না। আপনার রহমত বরকত দিয়ে অনুগ্রহ করবেন। আমিন।

    ReplyDelete
  4. Replies
    1. আলহামদুলিল্লাহ আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছে আমি যেন তাড়াতাড়ি আরবি শিখতে পারি আমার জন্য দোয়া করবেন

      Delete
  5. অসাধারণ সুন্দর

    ReplyDelete
  6. আলহামদুলিল্লাহ

    ReplyDelete
  7. মাশাআল্লাহ

    ReplyDelete
  8. মাশাআল্লাহ

    ReplyDelete
  9. মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি সকলের কাছে দোয়া চাই আমি যেন দ্রুত কোরআন শিখতে পারি হে আল্লাহ আমি যেন দ্রুত কোরআন শিখতে পারে সেই তৌফিক দান করুন আমিন

    ReplyDelete
  10. আমিন ইয়া আল্লাহ

    ReplyDelete
  11. আমি আপনাদের ওনেক সুরা শিখচি আলহামদুলিলাহ

    ReplyDelete
  12. নুরুল ইসলামSeptember 10, 2024 at 7:25 PM

    মাশাআল্লাহৃ

    ReplyDelete
  13. নিচের একদম শেষের দুই আয়াতে বাংলায় লিখলেন একরকম কিন্তু আরবি লিখলেন আরেকরকম। সাবধানতা অবলম্বন করে তারপর লিখবেন। নতুবা আপনার কারনে সবাই গুনাহগার হবে।

    ReplyDelete
  14. শেষ আয়াতে আরবি শব্দ রাব্বাকার স্থলে রাব্বিকা হবে। এধরণের ভুল করা অপরাধ।

    ReplyDelete