Sunday, August 13, 2017

১০১. সুরা ক্বারেআহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম

الْقَارِعَةُ (١)
1. আল ক্ব-রি’আতু
করাঘাতকারী,
مَا الْقَارِعَةُ (٢)
2. মালক্ব-রি’আহ
করাঘাতকারী কি?
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ (٣)
3. অমা-- আদর-কা মালক্ব-রি’আহ।
করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ (٤)
4. ইয়াওমা ইয়াকূনুন্না-সু কালফার শিল মাবছূছি।
যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ (٥)
5. অতাকূনুল জ্বিবা-লু কাল ই’হনিল মানফূশ।
এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ (٦)
6. ফাআম্মা- মান ছাক্বুলাত মাওয়া-যীনুহূ।
অতএব যার পাল্লা ভারী হবে,
فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ (٧)
7. ফাহুওয়া ফী ঈ’শাতির রা-দ্বিয়াহ।
সে সুখীজীবন যাপন করবে।
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ (٨)
8. অআম্মা-মান খাফফাত মাওয়া-যীনুহূ।
আর যার পাল্লা হালকা হবে,
فَأُمُّهُ هَاوِيَةٌ (٩)
9. ফাউম্মুহূ হা-ওয়িয়াহ।
তার ঠিকানা হবে হাবিয়া।
وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ (١٠)
10. অমা-- আদরা-কা মা-হিয়াহ।
আপনি জানেন তা কি?
نَارٌ حَامِيَةٌ (١١)
11. না-রুন হা-মিয়াহ।
প্রজ্জ্বলিত অগ্নি!



বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন।

No comments:

Post a Comment