بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
|
বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম |
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
(١)
|
||
1. | আলাম নাশরাহ লাকা ছোয়াদরাকা। | |
আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি? | ||
وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ
(٢)
|
||
2. | অওয়াদ্বোয়া’না- আনকা ওয়িযরাকা। | |
আমি লাঘব করেছি আপনার বোঝা, | ||
الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ
(٣)
|
||
3. | আল্লাযী-- আনক্বাদ্বোয়া জোয়াহরকা। | |
যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ। | ||
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
(٤)
|
||
4. | অরাফা’না-লাকা যিকরক। | |
আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। | ||
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
(٥)
|
||
5. | ফাইন্না মা’আল উ’সরি ইয়ুসরান। | |
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। | ||
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
(٦)
|
||
6. | ইন্না মা’আল উ’সরি ইয়ুসর- | |
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। | ||
فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ
(٧)
|
||
7. | ফাইযা-ফারাগতা ফানছোয়াব। | |
অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন। | ||
وَإِلَى رَبِّكَ فَارْغَبْ
(٨)
|
||
8. | অইলা-রব্বিকা ফারগাব। | |
এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। | ||
বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন।
আলহামদুলিল্লাহ
ReplyDeleteআল্লাহ আমাদের কে সহি শুদ্ধ ভাবে কুরআন পড়ার তৌফিক দান করুন। আমিন
ReplyDeleteআমিন💚
DeleteAmin
ReplyDeleteMasha'Allah 💖
ReplyDelete১.আলাম নাশরাহ' লাকা ছ্বোয়াদরাক।
ReplyDelete২.ওয়া ওয়া দ্বোয়া’না- আংকা ওয়িঝরাক।
৩.আল্লাযী-- আংক্বাদ্বোয়া জ্বোয়াহ'রাক।
৪.ওয়া রাফা’না-লাকা যিক্রক।
৫.ফাইন্না মা'আল'উছরি ইয়ুছ্রা-।
৬.ইন্না মা’আল'উছরি ইয়ুছ্র-
৭.ফাইযা-ফারাগ্তা ফাংছ্বোয়াব।
৮.ওয়া ইলা-রব্বিকা ফার্গাব।
Mashallah
Deleteমাশাল্লাহ ভাইজান
Delete১.আলাম নাশরাহ' লাকা ছ্বোয়াদরাক।
ReplyDelete২.ওয়া ওয়া দ্বোয়া’না- আংকা ওয়িঝরাক।
৩.আল্লাযী-- আংক্বাদ্বোয়া জ্বোয়াহ'রাক।
৪.ওয়া রাফা’না-লাকা যিকরাক।
৫.ফাইন্না মা'আল'উছরি ইয়ুছরা-।
৬.ইন্না মা’আল'উছরি ইয়ুছরা-
৭.ফাইযা-ফারাগ্তা ফাংছ্বোয়াব।
৮.ওয়া ইলা-রব্বিকা ফারগাব।
জাযাকাল্লাহ খাইরান ভাই। আপনারটাই বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে আমার
DeleteVery helpful Quranul Karim Apps for Biggener
ReplyDeletehttps://play.google.com/store/apps/details?id=com.kutblog.arabicbanglaquran
আলহামদুলিল্লাহ.
ReplyDeleteআলহামদুলিল্লাহ
ReplyDeleteঅআইঈকখগঘঙ
ReplyDeleteঅআইঈকখগঘঙ
ReplyDeleteআল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন
ReplyDelete🍿
ReplyDeleteআলহামদুলিল্লাহ
ReplyDeleteআলহামদুলিল্লাহ
ReplyDeleteআলহামদুলিল্লাহ
ReplyDelete–আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি💞
ReplyDeleteআপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন...আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন,কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগন বলেন আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসে নি...এই বলে ফেরেশতাগন কান্না করতে থাকেন...এবং আল্লাহকে বলেন, হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন, আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিলো...!!অতএব, আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উওম জিনিস তাকে এনে দিব...!!যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে...!!
আলহামদুলিল্লাহ🌸
alhamdulillah
ReplyDeleteমাশাআল্লাহ
ReplyDeleteMasaallah
ReplyDeleteআলহামদুলিল্লাহ
ReplyDelete