Sunday, August 13, 2017

১০৩. সুরা আসর

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম

وَالْعَصْرِ (١)
1. অল আছরি।
কসম যুগের (সময়ের),
إِنَّ الإنْسَانَ لَفِي خُسْرٍ (٢)
2. ইন্নাল ইনসা-না লাফী খুসরিন।
নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
إِلا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ (٣)
3. ইল্লাল্লাযীনা আ-মানূ ওয়া ‘আমিলুছ ছোয়া- লিহা-তি অতাওয়া- ছোয়াও বিল হাক্ব কি অ তাওয়া-ছোয়াওবিছ ছোয়াবর্।
কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।





বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন।

No comments:

Post a Comment