Sunday, August 13, 2017

৯৫. সুরা আত তীন

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম

Previous | Surah Tiin | next  

وَالتِّينِ وَالزَّيْتُونِ (١)
1. অত্তীনি অযযাইতূনি।
শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
وَطُورِ سِينِينَ (٢)
2. অত্বূরি সীনীনা।
এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
وَهَذَا الْبَلَدِ الأمِينِ (٣)
3. অহা-যাল বালাদিল আমীন।
এবং এই নিরাপদ নগরীর।
لَقَدْ خَلَقْنَا الإنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ (٤)
4. লাদ্বদ খলাক্ব নাল ইনসা-না ফী তাক্বওয়ীম।
আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ (٥)
5. ছুম্মা রদাদনা-হু আসফালা সা-ফিলীন।
অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
إِلا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ (٦)
6. ইল্লাল্লাযীনা আ-মানূ অ’আমিলুছ ছোয়া-লিহা-তি ফালাহুম আজ্ব রুন গইরু মামনূন।
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ (٧)
7. ফামা- ইয়ুকাযযিবুকা বা’দু বিদ্দীন।
অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ (٨)
8. আলাইসাল্লা-হু বিআহকামিল হা-কিমীন।
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?


বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন।



No comments:

Post a Comment