Sunday, August 13, 2017

১০২. সুরা তাকাসুর

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম

أَلْهَاكُمُ التَّكَاثُرُ (١)
1. আলহা-কুমু ত্তাকা-ছুর।
প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ (٢)
2. হাত্তা-যুরতুমুল মাক্বা-বির।
এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
كَلا سَوْفَ تَعْلَمُونَ (٣)
3. কাল্লা-সাওফা তা’লামূন।
এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
ثُمَّ كَلا سَوْفَ تَعْلَمُونَ (٤)
4. ছুম্মা কাল্লা-সাওফা তা’লামূন।
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
كَلا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ (٥)
5. কাল্লা-লাও তা’লামূনা ই’লমাল ইয়াক্বীন।
কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
لَتَرَوُنَّ الْجَحِيمَ (٦)
6. লাতারায়ুন্নাল জ্বাহীম
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ (٧)
7. ছুম্মা লাতারায়ুন্নাহা- আইনাল ইয়াক্বীন।
অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ (٨)
8. ছুম্মা লাতুসয়ালুন্না ইয়াওমায়িযিন আনিন্নাঈ’ম।
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।



বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন।

No comments:

Post a Comment