بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  
 
  
 |   
বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম         
 |  
            Previous  | Surah Nass
          | next  
 |      
 
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
(١)
             
 | 
        ||
| 1. | ক্বুল আ’ঊযু বিরব্বিন্না-স। | |
| বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার, | ||
 
مَلِكِ النَّاسِ
(٢)
             
 | 
        ||
| 2. | মালিকিন্না-স | |
| মানুষের অধিপতির, | ||
 
إِلَهِ النَّاسِ
(٣)
             
 | 
        ||
| 3. | ইলা-হি ন্না-স | |
| মানুষের মা’বুদের | ||
 
مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
(٤)
             
 | 
        ||
| 4. | মিন শাররিল ওয়াস ওয়া-সিল খান্না-সি | |
| তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে, | ||
 
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
(٥)
             
 | 
        ||
| 5. | ল্লাযী ইউওয়াসসওয়িসু ফী ছুদূরিন্না-স। | |
| যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে | ||
 
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
(٦)
             
 | 
        ||
| 6. | মিনাল জ্বিন্নাতি অন্না-স। | |
| জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। | ||
বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন।
No comments:
Post a Comment