بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ      
 |   
বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম         
 |    
  قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ (١)              
 |         ||
| 1. | কূল ইয়া-- আইয়ুহাল কা-ফিরূন। | |
| বলুন, হে কাফেরকূল, | ||
  لا أَعْبُدُ مَا تَعْبُدُونَ (٢)              
 |         ||
| 2. | লা-- আ’বুদু মা তা’বুদূন। | |
| আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর। | ||
  وَلا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (٣)              
 |         ||
| 3. | অলা-- আনতুম আ-বিদূনা মা-- আ’বুদ। | |
| এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি | ||
  وَلا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ (٤)              
 |         ||
| 4. | অলা-- আনা আ-বিদুম মা-আবাততুম। | |
| এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর। | ||
  وَلا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (٥)              
 |         ||
| 5. | অলা-- আনতুম আ-বিদূনা মা-- আ’বুদ। | |
| তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি। | ||
  لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ (٦)              
 |         ||
| 6. | লাকুম দীনুকুম অলিয়াদীন। | |
| তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে। | ||
বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন।
No comments:
Post a Comment