بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ      
 |   
বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম         
 |    
  لإيلافِ قُرَيْشٍ (١)              
 |         ||
| 1. | লিঈলা-ফি ক্বুরইশিন। | |
| কোরাইশের আসক্তির কারণে, | ||
  إِيلافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ (٢)              
 |         ||
| 2. | ঈলা-ফিহিম রিহলাতাশ শিতা--য়ি অছছোয়াইফ। | |
| আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। | ||
  فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ (٣)              
 |         ||
| 3. | ফালইয়া’বুদূ রব্বাহা-যাল বাইতি। | |
| অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার | ||
  الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ (٤)              
 |         ||
| 4. | ল্লাযী আত্ব’আমাহুম মিন জ্বূইঁও ওয়া আ-মানাহুম মিন খাওফ। | |
| যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। | ||
বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন।
No comments:
Post a Comment