بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ      
 |   
বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম         
 |    
            Previous  | Surah Fiil           | next 
 |     
  أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ (١)              
 |         ||
| 1. | আলাম তার কাইফা ফা’আলা রব্বুকা বিআছহা-বিল ফীল। | |
| আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? | ||
  أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ (٢)              
 |         ||
| 2. | আলাম ইয়াজ্ব ‘আল কাইদাহুম ফী তাদ্বলীলিঁও | |
| তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? | ||
  وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ (٣)              
 |         ||
| 3. | অ আরসালা আলাইহিম ত্বোয়াইরন আবা-বীল | |
| তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী, | ||
  تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ (٤)              
 |         ||
| 4. | তারমীহিম বিহিজ্বা-রতিম মিন সিজ্জ্বীলিন | |
| যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল। | ||
  فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ (٥)              
 |         ||
| 5. | ফাজ্বা আলাহুম কা’আছফিম মা’কূল। | |
| অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন। | ||
বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন।
No comments:
Post a Comment