بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  
 
  
 |   
বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম 
       
 |    
            Previous  | Surah Nass
          | next  
 | 
    
 
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
(١)
             
 | 
        ||
| 1. | ক্বুল আ’ঊযু বিরব্বিল ফালাক্বি। | |
| বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, | ||
 
مَلِكِ النَّاسِ
(٢)
             
 | 
        ||
| 2. | মিন শাররি মা-খলাক্ব। | |
| তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে, | ||
 
إِلَهِ النَّاسِ
(٣)
             
 | 
        ||
| 3. | অমিন শাররি গ-সিক্বিন ইযা-অক্বব। | |
| অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, | ||
 
مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
(٤)
             
 | 
        ||
| 4. | অমিন শাররি ন্নাফফা-ছা-তি ফিল উক্বদ। | |
| গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে | ||
 
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
(٥)
             
 | 
        ||
| 5. | অমিন শাররি হা-সিদিন ইযা-হাসাদ। | |
| এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। | ||
বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন।
২য় লাইন থেকে সুরা নাস,কি ভুল লিখেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য
ReplyDelete