Thursday, March 28, 2019

৭৮. সূরা নাবা

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম

 

Previous | Surah An Naba | next
 

عَمَّ يَتَسَاءَلُونَ (١)
1. আম্মা ইয়াতাসা য়ালূন।
তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
عَنِ النَّبَإِ الْعَظِيمِ (٢)
2. আনিন্নাবায়িল আজীমি।
মহা সংবাদ সম্পর্কে,
الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ (٣)
3. ল্লাযী হুম ফীহি মুখতালিফূন।
যে সম্পর্কে তারা মতানৈক্য করে।
كَلا سَيَعْلَمُونَ (٤)
4. কাল্লা সাইয়া’লামূন।
না, সত্ত্বরই তারা জানতে পারবে,

৭৯. সূরা নাযিয়াত

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম

 

Previous | Surah Naziaat | next
 

وَالنَّازِعَاتِ غَرْقًا (١)
1. অন্না-যি ‘আতি গারক্বঁও।
শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,
وَالنَّاشِطَاتِ نَشْطًا (٢)
2. অন্না-শিত্বোয়া-তি নাশত্বোয়াঁও।
শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;
وَالسَّابِحَاتِ سَبْحًا (٣)
3. অসসা-বিহা-তি সাবহান।
শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,
فَالسَّابِقَاتِ سَبْقًا (٤)
4. ফাসসা-বিক্ব-তি সাবক্বান।
শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং

৮০. সূরা ‘আবাসা

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম

 

Previous | Surah Abasa | next
 

عَبَسَ وَتَوَلَّى (١)
1. আবাসা অতাওয়াল্লা~।
তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
أَنْ جَاءَهُ الأعْمَى (٢)
2. আন জ্বা~য়াহুল আ’মা-।
কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّى (٣)
3. অমা-ইয়ুদরীকা লা’আল্লাহু ইয়াযযাক্কা~।
আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,
أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَى (٤)
4. আও ইযযাক্কারু ফাতানফা’আহুয যিকর-।
অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।

৮১. সূরা তাকওয়ীর

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম

إِذَا الشَّمْسُ كُوِّرَتْ (١)
1. ইযাশ শামসু কুওওয়্যিরত্‌।
যখন সূর্য আলোহীন হয়ে যাবে,
وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ (٢)
2. অইযান্নু জ্বূমুন কাদারত্‌।
যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,
وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ (٣)
3. অ ইযাল জ্বিবা-লু সুইয়্যিরত।
যখন পর্বতমালা অপসারিত হবে,
وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ (٤)
4. অ ইযাল ই’শা-রু উত্ব ত্বি’লাত।
যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;
وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ (٥)
5. অ ইযাল উহূশু হুশিরত।
যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,

৮২. সূরা ইনফিতার

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম

 

Previous | Surah Infitaar | next
 

إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ (١)
1. ইযাস সামা--য়ুন ফাত্বোয়ারাত।
যখন আকাশ বিদীর্ণ হবে,
وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ (٢)
2. অইযাল কাওয়া-কিবুন তাছারত।
যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ (٣)
3. অইযাল বিহা-রু ফুজ্ব জ্বিরাত।
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ (٤)
4. অইযাল ক্বু বূরু বু’ছিরত।
এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,

৮৩. সূরা মুতাফফিফীন

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম

Previous | Surah Mutaffifin | next
 

وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (١)
1. অইলুল লিল মুত্বোয়াফফিনীনা।
যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,
الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (٢)
2. ল্লাযীনা ইযাক তা-লূ ‘আলান্না-সি ইয়াসতাওফূন।
যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়
وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ (٣)
3. অ ইযা কা-লূহুম আও অযানূ হুম ইয়ুখসিরূন।
এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।

৮৪. সূরা ইনশিক্বাক্ব

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

বিসমিল্লা-হির রাহমা-নির রাহিম

 

Previous | Surah Inshiqaq | next
 

إِذَا السَّمَاءُ انْشَقَّتْ (١)
1. ইযাস সামা--য়ুন শাক্ব ক্বত।
যখন আকাশ বিদীর্ণ হবে,
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ (٢)
2. অআযিনাত লিরব্বিহা-অহুক্ব ক্বত।
ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত
وَإِذَا الأرْضُ مُدَّتْ (٣)
3. অইযাল আরদ্বু মুদ্দাত।
এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ (٤)
4. অআলক্বত মা-ফীহা-অতাখল্লাত।
এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ (٥)
5. অআযিনাত লিরব্বিহা-অহুক্ব ক্বত।
এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।